আজব শহর কলকাতা
বলবো কি আর কথা
গঙ্গার তলে রেল চলে
উপরে চলে জাহাজটা।
জামের কিলো দুশো টাকা
পেঁপের কিলো আশি
গ্রাম বাংলার ছেলে আমি
এসব দেখে তাইতো হাসি।
আপেল গুলো ধুলায় পরে
রুমাল দিয়ে মোছে তাল।
যতই দেখি অবাক লাগে
এ এলো কেমন কাল।
বাজারে নিয়ে ঘুরে বেড়ায়
গম ভাঙার কল।
আজব শহর কলকাতা
বলবো কি আর কথা
ইট কাঠ পাথরে তৈরি
বড় বড় অট্টালিকা
তার মধ্যে বাস করে
মানুষ রূপের জীব টা।
দেখলে এদের মনে হয়
ঠিক কারখানার রোবট টা।
কাওকে এরা কয় না কথা
কেও কাওকে চেনে না
দেখেও এরা দেখতে পাই না
শুনেও এরা শোন না।
একই ফ্ল্যাটে থাকে তবু
মেলামেশা কেহই করে না
আজব শহর কলকাতা
বলার অপেক্ষা রাখেনা।।