চলমান শহরে রাতের নিস্তব্ধতার সঙ্গে
পথচারিনী একাকী আমি।
ফেলে এসেছি আপন পর সবাইকে,
আকন্ঠ বিষ, উপহার পেয়েছি।
ফেলে এসেছি বিশ্বাস, ভালোবাসা,সততা,মায়া, আনন্দ,আবেগ।
ফেলে এসেছি শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য।
রিক্ত, নিঃস্ব কেবল একা।
রাতের নিস্তব্ধ গলিপথ কাটিয়ে চলেছি,
উঠলাম রাজপথে,
না, এখানে একাকী নই,
সরল মানুষগুলো সব হারিয়ে,
উঠেছে রাজপথে,
দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে
উঠে আসছে নিঃশব্দ বাক্যবাণ,
একাকী আমি….