বিষন্ন কৃষ্ণচূড়া
শহরের মাঝেই ছোট পার্ক। পার্কের দুধারে চওড়া রাস্তা। রাস্তার ধারে সারিবদ্ধ গাছ।তার মধ্যে ফুল ভর্তি কৃষ্ণচূড়া গাছটির নীচে বসে রোজ চা বিক্রি করে জয়া। সে এলে গাছটি খুবই খুশি হয়।এসে বসলেই ফুল ঝরে পড়ে তার মাথায়। কয়েকদিন হল সে চা বিক্রি করতে আসেনি পার্কে।গাছটির খুব মন খারাপ। একদিন সে গাছটির তলা দিয়ে বিষন্ন মনে মেয়েকে কোলে নিয়ে যাচ্ছিল। গাছটি জয়ার বিষন্নতার কারণ জানতে ফুল ঝরিয়ে ডাকল তাকে।জয়া গাছটির কথা শুনতে পেয়ে বলেছিল মেয়েটার গত দুদিন ধরে জ্বর। অবস্থা বেশ খারাপ। ডাক্তারের কাছে গেছিলাম । হাতে টাকা ছিল না। বেশ্যা বৃত্তি করে দু হাজার টাকা পেয়েছিলাম।ওষুধের দোকানে দিতেই বলল নোটটি জাল।