যাবে যদি যাক না দু হাজার একুশ
একবুক আশা নিয়ে নাচছে মানুষ
দুঃখে সুখে লোক কাটিয়ে দু বছর
হাহাকার দুর্ভাবনায় গুনেছে প্রহর।
আকাশে ডানা মেলে উড়ছে পাখি,
ব্যথা দুঃখ ভুলে মনে আনন্দ রাখি,
অশান্ত মন দেখেছে জীবন্ত লাশ
জীবনের কথা হয়ে যায় উপন্যাস।
আসবে যাবে রাত দিন বিশ্ব চরাচর
স্বপ্ন রঙিন নতুন আশায় বাঁধবে ঘর
মঙ্গল কামনায় সাজিয়ে নতুন বছর
বর্ষবরণ মাতাবে যে গানের আসর।