এরা কতটা অমানুষ আমি বুঝতে পারছিনা
এরা কতটা বেয়াক্কেলে বোঝা গেলো না
বোঝা গেলো না এদের মতলব
জানা গেলো না;বোঝা গেলো না এদের কলরব
বিষয় হলো অবক্ষয়
প্রশ্রয় দিল নিশ্চয়
অকারণ ব্যাকরণের বিধিনিষেধ প্রকাশিত হয়
প্রকারভেদের সমীকরণের মাত্রায় কিছু প্রভাবিত হয়
এই নকল মনুষ্য চিত্রের তলে ভেসে বেড়ায় বিষাদ
একাগ্র চিত্তের তরে থেমে যায় পুরাতন বিবাদ
অজস্র আলোর মাঝে আলোড়ন দেখা যায়
বীভৎস চিৎকারের মাঝে প্রলোভনের ছায়া ধরা দেয়
এসবের আড়ালে কত জনমের পাপের লিখন
হেঁটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে পাপের গাড়ি যখন
ঠিক তখনই…….
ঠিক তখনই……….
পাপের সাগরে ঝাপ দিতে যাবো আজ
এরা কতটা অমানুষ তা বুঝে উঠতে না পেরে পাই লাজ।