মোবাইল ফোনের ইতিহাস
এটা একবিংশ শতাব্দীর স্মার্টফোনের যুগ । হাতে হাতে রয়েছে স্মার্টফোন। অফিসের কাজ হোক, অথবা চলমান দূরভাষে কথা বলা, কিম্বা টাকাকড়ি লেনদেন, সবই সম্ভব এই স্মার্টফোনে। আজ থেকে প্রায় ৫১ বছর আগেকার কথা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মোটোরোলা কোম্পানির মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। আর প্রথম ফোনটি তিনি কাকে করেছিলেন ? সিক্সথ অ্যাভিনিউতে হাঁটতে হাঁটতে মার্টিন কুপার সেই চলমান দূরভাষে কথা বলেছিলেন তদানীন্তন প্রতিদ্বন্দ্বী বেল ল্যাবরেটারিজের জোয়েল এ্যঞ্জেলকে । ঠিক তখনই রচিত হয়েছিল এক নতুন অধ্যায়! প্রসঙ্গত, এখনকার মতো পাতলা ধরনের সেই সেলফোন কিন্তু ছিল না। জুতোর বাক্সের মতো বেঢপ আকৃতির সেই সেলফোনের ওজন ছিল প্রায় এক কিলোগ্রাম। একটানা ২৫ মিনিট তাতে কথা বলা যেত এবং চার্জ দিতে দশ ঘন্টা সময় লাগতো। যদিও বাজারে আসতে আরও দশ বছর সময় লেগেছিল। অর্থাৎ ১৯৮৩ সাল নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে সেলফোনটি বাজারে আসে ।ভাবছেন তো দাম কতো ছিল ? ৩৯৯৫ ডলার।