ঝড় বাদল
জানালার পাশে বসি
নিষ্ঠুর অপেক্ষায়
কি জানি কি হয়
মেঘ পায়ে আসবে বলেছিলে
ওগো নীল আকাশের মেয়ে
ফেলে যাও নূপুর শরীর
বেজে চল,বাতাসে বাতাসে
দুহাতে শিউলি সকাল
ভ্রমরা হয়েছে মাতাল
শুধু খোঁপার কাটা
ফুটিয়েছো হৃদয়ে
ঝড় বাদল
জানালার পাশে বসি
নিষ্ঠুর অপেক্ষায়
কি জানি কি হয়
মেঘ পায়ে আসবে বলেছিলে
ওগো নীল আকাশের মেয়ে
ফেলে যাও নূপুর শরীর
বেজে চল,বাতাসে বাতাসে
দুহাতে শিউলি সকাল
ভ্রমরা হয়েছে মাতাল
শুধু খোঁপার কাটা
ফুটিয়েছো হৃদয়ে