শোন্ রে নবীন আয় রে তোরা
দেশ গঠনে চল্,
দিশা হারা জাতির মনে
জাগা রে সব বল।
ভ্রষ্টাচারে দেশ ছেয়েছে
দেখনা তোরা আজ,
সমাজ বুকে ঘুণপোকা সব
একটুও নেই লাজ।
মানুষ গুলো কেমন যেন
মুখোশ এঁটে রয়,
পিশাচ রূপটা দেখে সবার
লাগছে মনে ভয়।
জাগরে নবীন তরুন তোরা
আর থাকিসনা চুপ,
রোষে উঠে দে খুলে ওই
অমানবিক রূপ।
ওরে নবীন তোরাই পারিস
আয় এগিয়ে সব,
চেতন দোরে বোধের ছোঁয়ায়
জাগুক হুঁশের রব।