তোমার গলার স্বরে
আমার রাত গুলো গুঁড়ো গুঁড়ো হয়
আমি নতুন সকাল পাই
তোমার আলোয় আমার বাঁধন ভেঙ্গে যায়
আমার চেতনায় আনন্দ-পাখা জন্ম নেয়
তুমি আমার মন ভালো করা
দোলনচাঁপা
আমার প্রতিটা শব্দ
ধান দূর্বা হোক
তোমার মঙ্গল কামনায়
এক পৃথিবী ভালোবাসি মা তোমায়
তোমার গলার স্বরে
আমার রাত গুলো গুঁড়ো গুঁড়ো হয়
আমি নতুন সকাল পাই
তোমার আলোয় আমার বাঁধন ভেঙ্গে যায়
আমার চেতনায় আনন্দ-পাখা জন্ম নেয়
তুমি আমার মন ভালো করা
দোলনচাঁপা
আমার প্রতিটা শব্দ
ধান দূর্বা হোক
তোমার মঙ্গল কামনায়
এক পৃথিবী ভালোবাসি মা তোমায়