সুখ তুমি বড়োই সৌভাগ্যবান ।
মানুষ তোমার আশে জীবন ও করে দান।
ধনী গরীব মেথর মুচি বৃদ্ধ ও জোয়ান
জীব জন্তু পশুপাখি যারি আছে প্রাণ ,
সকাল থেকে সন্ধ্যা তোমায় করে অনুসন্ধান ।
সুখ তুমি বড়োই সৌভাগ্যবান।।
এক একজন একা এক ভাবে তোমায় পেতে চাই
কিন্ত কেউ পাই না তোমায় আমার মনে হয়।
যার অনেক আছে তার কাছে ও না
যার কিছু নেই তার কাছে তো না,,, ই।
হে ঈশ্বর কি দিয়ে গরেছো এই সুখ নামের পাখি
যা পেয়েও সবাই আরো খোজে দিবা রাত্রি।
টাকার গদিতে শুয়ে ও মানুষ তোমায় না পান
সুখ তুমি বড়োই সৌভাগ্যবান।।
অল্প পেয়ে যারা অধিক সন্তুষ্ট হন
একমাত্র তারাই বোদ হয় তোমার সন্ধন পান ।
সুখ তুমি বড়োই সৌভাগ্যবান।।