কি দোষ করেছি আমি
বলো ,বলো ওগো অন্তর্যামী
সবাই বলে তুমি কিনা ভগবান।।
সবাই আমার ঘাড়টি টিপেধরে
মুখটি ঘষে সাদা মেঝের উপরে
আমার মুখটি দিয়ে যতোই রক্ত পরে
ওরা আনন্দে মুখটি ঘষে আরো জোরে ।।
সময় সময় এমনও করে ওরা
ঘাড়ে ধরে আমার পায়ে দেয় কামড়া ।
আবার আমার মুখে রক্ত ওঠা যখন শেষ
আমার মাথায় ঠুকে ফেলে ও দেয় বেস।।
জজ সাহেব আদালতে মামলাটি শোনে
রায়দানের শেষে আমার ঘাড় টি দেয় ভেঙে
এটাই বুঝি জজের নিয়ম লোকে বলে
কিন্তু আমার ঘাড় টি যে গেলো একেবারে
তার বিচার আমি কোনো দিনও পাইনা রে।।
আবার এটাও ভেবে মনে আনন্দ পাই
ছোটোরা আমায় পেলে ছাড়তে না চাই
তাদের গালে হাতে মুখে আমার রক্ত মেখে নেই।।
আমার মুখের রক্তে কতো বিল পাস হয়
আবার আমার রক্তেই কতো মানুষের ফাঁসি হয়।।
এটাই আমার মুখের রক্তের চরিত্র বোধহয়
ধন্যবাদ ভগবান এই রূপে আমাকে সৃষ্টি করাই।।