ভাবতে অবাক লাগে ——-
কাদের জন্য দিনের পর দিন মিছিলে পা মিলিয়ে ছিলাম
ভাবতে অবাক লাগে——–
এই বঙ্গে কোন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম ?
ভাবতে অবাক লাগে———
কোন সততার ছবির উপরে ভরসা রেখেছিলাম ?
ভাবলে বড়ই আশ্চর্য হতে হয়——-
ছেলে মেয়েদের এই কান্না দেখেও কি চুপ থাকা যায় ?
অবাক পৃথিবীর অবাক অনুভূতি
নারীর প্রতি নারীর নেই কোন অনুভূতি ?
মনে হয় যেন অন্ধ সবাই যখন দেখি চারি দিক
দায়িত্বভার তুমি কাঁধে নিয়ে ——-
কান্ডারী সেজে ছিলে; সেজেছিলে সততার প্রতীক।
মাগো আমার কান্ডারী তুমি ,দেখতে কি পাও না এসব কিছুই ?
তোমার চোরেরা করেছে সব চুরি, বাদ দেয়নি কিছুই
পাথর চুরি, বালিচুরি, শিক্ষা চুরি, সংস্কৃতি চুরি, সম্মান চুরি
চুরি ..! চুরি ….! চুরি ….! চুরি কেবল চুরি চুরি…!
রক্ষকই আজ সেজেছে ভক্ষক,ভক্ষক হয়েছে ভিক্ষুক
পড়ে আছে রাস্তায় সোনার সন্তান,ভেঙে চুরে ওরা হচ্ছে খান খান
প্রতিবাদের শব্দ আকাশে উঠুক বিশ্বসমাজ এই নিন্দা তাকিয়ে দেখুক।
বলতে চাইনি কথা তেমন কিছু
একজন কবি হয়েও কি করে চুপ থেকে হাঁটতে পারি এদের পিছু পিছু?
তোমার জন্য ঝরিয়েছিলাম ঘাম
তোমার জন্যই শরীরে ও কলমে করেছিলাম লাগাতার সংগ্রাম
মাটিতে মিশিয়ে দিয়েছো সব ,করেছো ধুলিস্যাৎ
তোমার সম্মান তো সবই গেল, সাথে গেল আমাদেরও
যেটুকু ছিল আদর-সমাদর ;আহার-বাহার সবই হলো কুপোকাৎ।
আজ আকাশ স্তব্ধ, বাতাস স্তব্ধ, নিটল গাছের পাতা
দিনের পরে রাত্রি,রাত্রিতে জন্ম নেবে স্তব্ধতা
এভাবেই অন্যায়ের ওপরে অন্যায় থাকছে শুয়ে হয়ে একাত্মতা
পারছিনা… পারছিনা…. এসব দেখে সইতে আমি নীরবতা
তোমরা আওয়াজ তোলো বঙ্গ সমাজ…. আওয়াজ তোলো ভাই…..
আওয়াজ যদি নাই তুলতে পারো
পেছন ঘুরে তাকিয়ে দেখো …..
সব শেষ হয়ে গেছে আর কিছু বাকি নাই…….