মন্দির -মসজিদ -গির্জায় ঈশ্বর থাকেন
তাই মানুষ ঐ সব স্থানে গিয়ে
ঈশ্বরের আরাধনায় মত্ত থাকে,
এছাড়া পরম ঈশ্বরকে আর কোথাও
খুঁজে পাওয়াই যায় না।
এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন
তিনি ঐ কংক্রিটের চার দেওয়ালের মধ্যে
বন্দি থাকেন?
তাহলে হয়তো তিনি এতবড় ব্রহ্মাণ্ড সৃষ্টি করে
ক্লান্ত হয়ে পড়েছেন
তাই মনুষ্যনির্মিত কংক্রিটের চার দেওয়ালের মধ্যে
বন্দি হয়ে বিশ্রাম নিচ্ছেন।
সৃষ্টি আজ ধ্বংসের পথে
মানুষে মানুষে হানাহানি, লোভ লালসা ,হিংসায়
জগৎ ছেয়ে গেছে
তবুও ঈশ্বর বিশ্রাম নিতে ব্যস্ত !
ধ্বংস নিনাদ কি কংক্রিটের দেওয়াল ভেদ করে
আপনার কানে প্রবেশ করছে না?
প্রভু এ বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সৃষ্টি
আর একে রক্ষা শুধু আপনিই করতে পারেন
মানুষ! সে তো শুধু ধ্বংস করতে পারে
সৃষ্টির মন্ত্র ওরা জানেনা।
অনবদ্য লেখনী শ্রদ্ধেয়, লেখনী পাঠ করে অনুপ্রেরিত ও আনন্দিত শ্রদ্ধেয় কবি, শুভেচ্ছা ও অভিনন্দন নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️??