হে কবি শুধু তো কবি নও তুমি, তুমি যে চিরন্তন,
স্মরণে মননে স্পন্দনে আছো তুমি যে চির নূতন।
চেতনার স্তরে মিশেছ যে কবে সেকথা বুঝিনি তবু,
তুমি আলো আশা, তুমি ভালোবাসা,চিনিনি কারেও কভু!
তোমার কথায় কেটে গেছে দিন কেটেছে আঁধার কালো,
“একলা পথের অন্ধকারে” যে জ্বেলেছো “প্রাণের আলো।”
খেলা, হাসি, গান,প্রাণে প্রাণে টান দুঃখ বেদনা সুখ
প্রকাশের ভাষা জাগিয়েছ আশা ভরিয়ে তুলেছ বুক।
আজও তাই বুকে কখনো বা দুখে বেজেছে যখনি ব্যথা,
দুঃখ-বেদনা আনন্দ-গানে মিশেছে তোমারি কথা।
যাকে ভালোবেসে শ্যামরূপে তুমি করেছ আলিঙ্গন,
তাকেই আবার জীবনের টানে দিয়েছ বিসর্জন।
ভাবিনি কখনো সেই তুমি নেই, চলে গেছ বহুদূরে,
বুকের গভীরে বেহাগের রাগে বেজে যাও সুরে সুরে।