হৃদি জোড়া ধন জানে মোর মন
তোকে পেলে সুখ বুকে,
হাসি মুখ দেখে চুমো দেই মেখে
ভুলে থাকি শত দুখে।
হাত খানি ধরে লেখা শেখা তরে
কত ছুটা ছুটি খেলা,
যত হলো শেখা তার পরে লেখা
কেটে যায় শিশু বেলা।
ধীরে ধীরে যবে বড়ো হলি তবে
ব্যস্ত থাকা নানা কাজে,
ফিরে রোজ রাতে কথা মোর সাথে
বুকে কত সুখ সাজে।
দেখে তোর সুখে খুশি জাগে বুকে
কৃপা চাহি প্রভু কাছে,
যশ খ্যাতি নিয়ে ভরে থাক হিয়ে
মাতা শুধু এই যাচে।