তোমার মাত্র এক মিনিট নাজুক নীরবতার
একরঙা লাজুক চোখের কথার ছাউনিতে
আমি হাজারো মিটার বহুরঙা দৃষ্টির
বারোমেসে স্বপ্নসুর এঁকে দিতে পারি ।
আমারই কল্পধ্যানে বেড়ে বেড়ে তুমি কল্পতরু ।
এক মুহুর্তও যদি ফিরিয়ে নিই
আমারই ভাবনার বুকে বসন্ত বন্যার বীজ ,
তুমি নিতান্তই ম্যাড়মেড়ে সাধারণ সংসারী
শেকড়ের মৃন্ময়ী মাটি হয়ে যাবে ।
যদি প্রকৃতিজ কপালকুণ্ডলার মতো চিন্ময়ী
লবটুলিয়ার মুক্ত পরীর জ্যোৎস্না স্নান চাও ,
আমার হৃদয় হিরণ্য বেদের
অরণ্য বৃষ্টি ছেড়ে কখনও যেও না ।