ধরে রাখি মেঠোপথের অন্তঃস্থ আহ্বান,
দুরন্ত শৈশব কাছেপিঠেই ঘুরঘুর করে,
চেনা বাতাসের ছকেই আজও চলাচল,
হেঁটে চলি বাঁশি মাদলের কল কোলাহলে।
দুই পাশে স্নিগ্ধ শান্ত জলাশয় ,
রাঙা মাটির ধূলিকণা মেশে হাওয়ায়,
দুচোখ যেদিকে যায় শুধু সবুজের সমারোহ,
মাঠ ভরে গেছে ধানের সোনালী শিষে।
মাথার উপর ঘন নীল আকাশের সামিয়ানা,
সাদা পালকের মতো ভাসমান মেঘের লুকোচুরি,
দীর্ঘ বটের ছায়ায় আজও প্রশান্তির পরশ,
ঝুরি নেমে গেছে সম্পর্কের গভীর শিকড়ের টানে।
উদাসী বাউল বাজায় একতারা মাটির ঘ্রানে,
মন ছুঁয়ে গান গায় হাজার সুরের মূর্ছনা……….