হুলো পুষির হলো বিয়ে
শুভ লগ্নে আজ,
বাপের বাড়ি বনে পুষির
হুলোর শহর মাঝ।
হুলোর সাথে পুষি এলো
করতে স্বামীর ঘর,
লোকের ভীড়ে বিরক্ত সে
রাগলো হুলোর ‘পর।
স্বামীকে কয় শুনো প্রিয়
বন’টা ভালো বেশ,
চুটিয়ে প্রেম করবো দোঁহে
থাকবে সোহাগ রেশ।
শহরে সব লোকের ঠেলায়
ঘুরতে না পাই ঠিক,
দেখলে মানুষ করে তাড়া
নইলে হাসে ফিক্।
কালকে গেছি মাছের খোঁজে
খাবো দুজন সাথ,
পড়শিরা মারলে ঢিল
ভাঙ্গলো আমার হাত।