আঁধারের বুকে আলো ছুঁয়ে গেলো আচমকা।
পাঁকে জন্ম মেয়েটির কাটল জীবনের যবনিকা।
পড়াশোনা করা যার জীবনের ধ্যান জ্ঞান।
নষ্ট হয় নি কখনো মান সম্মান।
পতিতা পল্লীতে জন্ম হয়েও কন্যা হীরে।
কলেজের সেরা ছাত্রীকে চেনা যেত ভীড়ে।
আঁধারের বুকে আলো ছুঁয়ে গেলো আচমকা।
পাঁকে জন্ম মেয়েটির কাটল জীবনের যবনিকা।
পড়াশোনা করা যার জীবনের ধ্যান জ্ঞান।
নষ্ট হয় নি কখনো মান সম্মান।
পতিতা পল্লীতে জন্ম হয়েও কন্যা হীরে।
কলেজের সেরা ছাত্রীকে চেনা যেত ভীড়ে।