সোফা, পর্দা, বুক সেলফ,টিভি,
দেওয়ালে আটকানো ছবিতে
এক অলৌকিক আলোর
ঝিলমিল রশ্মি!
কোনো কথা না বলে
শুধু তুমি ভালোবাসবে
তুমি ভালোবাসলেই ভেসে উঠবে
সপ্ত ডিঙ্গা মধুকর,
বিজন বাতাস জানালা খুলে দেবে
মহাশ্বেতা নারী।
গোলাপের নিবিড় দাওয়ায়
তুমিও তো করতল পেতে আছো,
মরুভূমির এতটা শুষ্ক পথ হেঁটে
কোনো নিষেধ না মেনে
আমি সাগরের নীল জলে সাঁতার কাটি।
অনন্ত ঢেউয়ের ফেণায় যখন সন্ধ্যে
আমি তোমার সাদা ওড়নার ভেতরে!
ভেতর লুকিয়ে রাখি তোমার জলজ
চুম্বনের স্পর্শ।
অভিমান,অবহেলা,অপমান,
পাপ,পুন্য সব ধুয়ে মুছে যায়!
সঠিক পাহাড় চূড়ার সাথে সঠিক
সময়ে সঠিক মেঘের দেখা হয় না!
দেখা হয় না বলেই জয় হয় বিরহের
জন্ম হয় এই সব হিজিবিজি
প্রেমের কবিতার।