ভিন দেশে এক থাকতো পড়ে
হিংসুটে সেই লোক
সবার শুধু করবে ক্ষতি
এটাই যে তাঁর ঝোঁক
বুড়ো শুধু নিজের গোছায়
বুদ্ধি আটে রোজ
এদিক ওদিক কেবল খোঁজে
ধরবে যে কার দোষ
সুযোগ পেলেই লাফিয়ে পড়ে
এই পেয়েছি বলে
নিজের শুধু করবে বড়াই
মিথ্যে কথার ছলে
চকচকে তাঁর মুন্ডুখানা
দেখতে যেনো ভাঁড়
বাজে কথায় তাঁর মতো যে
জুড়ি মেলাই ভার
হঠাৎ হঠাৎ ভীষণ ক্ষেপে
ঠিকরে পড়ে চোখ
কখন যে কি হয় গো খেয়াল
পাল্টে যে যায় ভোল
কখন ভালো কখন খারাপ
বোঝাই যেনো দায়
পান্তা ভাবে উঠলে খেয়াল
মাখন মেখে খায়
আর কতো কি বলবো সে যে
গুণের পাহাড় যেনো
এমন লোকের সঙ্গে থাকা ও
বিপদ ভারি জেনো
বন্ধু সেজে আসবে তোমার
করবে তোমায় লুট
মিষ্টি কথায় করবে তোমার শান্তি হরণ
ছিনিয়ে নেবে সুখ
কষ্টে সবার ভীষণ যেনো
সুখ সে খুঁজে পায়
সামনে তোমার কষ্ট পাবে
আড়ালে লাফায়
এমন লোকের সঙ্গ থেকে
লক্ষ মিটার দূরে
চাও যদি ভাই নিজের ভালো
থাকো সবাই সরে