মেঘ গুর-গুর ঢ্যাং কুরা-কুর
বৃষ্টি হলো শুরু,
খিচুড়ি, পাঁপড়,বেগুন ভাজায়
জমবে খাওয়া গুরু l
মেঘের ভয়ে কারেন্ট ভায়া
ছুটলো মামার বাড়ি,
রাঁধার বেলায় বৃষ্টি ঝরে
ভাসলো খাবার হাঁড়ি l
বৃষ্টির দয়ায় গেলাম বুঝে
খাওয়া হলো মাটি,
কখন থেকে বসে আছি
হাতে নিয়ে বাটি l
দিনের শেষে কপাল দোষে
জুটলো মুড়ি পাতে,
চিবিয়ে চিবিয়ে চোয়াল ব্যথা
ঘুম হলো’না রাতে ll