স্বার্থপর এর মতো আমার দেওয়া ভালবাসা
নীলাম ডাকলি
বিলিয়ে দিলি
গভীর রাতের জ্যোৎস্না মাখা আদর গুলি
ডাস্টবিনে তুই ফেলে দিলি
নতুন অন্য আদর পাবার আশায়
অনেক পথ হেঁটেছিলি আমার সাথে ববি
নতুন পেয়ে আমার সবকিছুই জলাঞ্জলি দিলি
তোর বন্ধু জালির সাথে মিশে তুই ও এখন জালি হলি
জালি যেমন ভ্রমর হয়ে নানা ফুলের মধু খায়
সেই বিদ্যা তুই শিখলি না জালি কে তুই শেখালি
কার ইশারায় অন্যের সাথে পালিয়ে গেলি
মনে পড়ে আমার সাথে শ্রীরামপুরে মাহেশ রথে
রাধারাণী র মতো পথ হারালি
পুরীর বুকে সমুদ্র সৈকতে গরম বালি পায়ে লেগে
খুব কাঁদলি
বেনারসে মহাদেব কে জড়িয়ে ধরে আমায় চাইলি
এখন তবে কি করে স্কাইওয়াকে তাকে জড়িয়ে
পরম সুখে হেঁটে গেলি
তোর বন্ধু জালির সাথে মিশে তুই ও একটা জালি হলি !
ভাল্লাগে না এ সব কথা
ছুড়ে ফেলে গভীরতা
চল না একটু ঘুরে আসি
হাল্কা হাওয়ায়
কৃষ্ণচূড়ার নির্জনে হাল্কা হতে
পূর্ণিমার জ্যোৎস্নায়
তাকে ছেড়ে আয় না আয়
ফিরে আসার এইতো সময় ।
পঞ্চাশ ছুঁয়েছিস , তোর জীবনে সন্ধ্যা এখন
সন্ধ্যা নামলে পথ ঘাট পেরিয়ে সাঁকো টপকে সবাই কে ঘরে ফিরতে হয়
এইতো সময় ।