যন্ত্রণাকে করেছিল একটি বছর আলিঙ্গন
হাসিখুশি মুখেই শুয়ে বসে শয্যা যাপন
বিষ দাও বলেই উঠল সেই যে শ্বাসটান
দশ ই মার্চ দুপুরে স্তব্ধতায় নিথর প্রাণ।
জানতাম সেই একমাত্র শান্তির আশ্রয়দাতা
সকল দুঃখের মাঝেও দিতে পারে নিশ্চয়তা
হারিয়ে গেল যন্ত্রণায় সেই একবুক ভালবাসা
করেছি চেষ্টা ত্রুটিহীন পূর্ণতায় তার আশা।
হারিয়ে ছিল সে রোগ প্রতিরোধ ক্ষমতা
তুলে নিল কোলে তাকে সেই মহাশূন্যতা
দিয়েছিল একসময় নিজেই কত নিরাপত্তা
হারিয়ে গেল আমাদের মা ও স্নেহ মমতা।