স্তব্ধতার জমাট মেঘের হিমেল ঢেউ,
দাপিয়ে বেড়ায় পাকদণ্ডি জুড়ে-
কোন ছুতোয় আছড়ে পড়ে আকাশ দৃশ্যপটে,
এক পশলা বৃষ্টি হয়ে নামে অসংবৃত বেগে;
ভেজা কণ্ঠের সজল সুর ঝরে ঝরে পড়ে,
না মেটা তৃষ্ণা মেটে,
…প্রথম বৃষ্টি ছুঁয়ে,
জলোচ্ছ্বাসে লতা গুল্মে শিরশিরানি জাগে….
বনের তটে বুনো প্রেমের কলি ফোটে;
কাল সারারাত নেচে নেচে বোল তুলেছে বৃষ্টি নুপুর ,
জল ছিটিয়ে বাঁধন হারা পথের পাশে,
প্রেমের আগুন জ্বেলে…
কোন্ অজানা সুখের ছায়া ছাতিমতলায় ছড়িয়ে পড়ে..!
দূর প্রান্তরে অচেনা সব শব্দ যায় মিশে,
…. প্রতিশ্রুতির গা ঘেঁষে
উষ্ণ হাওয়ায় ঝড় তুলে…
অকাল বৃষ্টি প্রেমের বুকে নতুন গান বোনে।
জানিয়ে যায় সুরে সুরে দুলে দুলে
টুকরো কাঁচের রক্তকণা সরিয়ে
গোপন ক্ষতচিহ্নগুলো নাও গুণে ;
নির্বাসনে পাঠাও ওদের আকাশগঙ্গা পথে..
শুকনো স্মৃতির ভ্রষ্ট ভিড় ঠেলে,
জন্ম নেবে নতুন নতুন কথা তিন ভুবনের পাড়ে;
এক ভাঙাবাড়ির গল্প শেষে,
“দ্বিধাকাতর দেয়াল ভাঙে নোনতা জিভে”
কোন্ অজুহাতে হারিয়ে যাওয়ার সুখে–