তোমার আশায় দাঁড়িয়ে আছি
নদীর উপকূলে ,
জানি, তুমি ফিরবে না আর
আমাকে গিয়েছো ভুলে !
জোয়ারের জল উজান হয়ে
যায় যে ফিরে ফিরে…
তবুও তোমার চরণরেখা
মুছলো না বালুচরে !
ঢেউয়ের দাপটে হৃদয়ের মাঝে
বাজে বেদনার সুর,
ওপারের তীরে চেয়ে ভাবি
আছো তুমি কতো দূর !
প্রভাতের পাখি সন্ধ্যা আঁধারে
ফিরলো না নিজ নীড়ে…
বুকভরা আশা ক্ষীণতর হতে
বিলীন হয় ধীরে-ধীরে !
প্রভাত রাগিণী দেখা দিলো যেই
মনে জাগে নব আশা ,
একবার শুধু ফিরে এসো প্রিয়
মিটবে এ মনের পিপাসা !
মিছে সব আশা, মিছে ভালোবাসা
মিছে সব প্রেম অভিধান…
তৃষিত হৃদয়ে বেদনার বারি
ঝরে পড়ে বিষ-অপমান !