ইতিহাস বলে –
যুদ্ধ দেয় না কাঙ্খিত জয় জিঘাংসা নিয়ে বুকে,
তিলক ফোঁটায় শ্বেতপুষ্প মালায় সাজিয়ে আপন দেহকে,
আহত সেনানিবাসে অভিমান ভাঙ্গা স্বাধীনতা পদকে
গণভবনের গোলটেবিলে আজও হেঁটে চলেছে প্লেটোর রিপাবলিক অথচ
মুমূর্ষ ভারতবাসী আজও প্রতিবন্ধী,
ভিক্ষা চাইছে অসুস্থ সময়, সভ্যতায় ধরেছে কর্কট,
বাকস্বাধীনতার নাভিমূল ছুয়েছে ইনসুলিন
তবুও রাজধানীর রাজপথে, উন্নয়নের উড়াল সেতুতে
মদ্যমুখর মাঝরাতের অন্তর্জাল জুড়ে শোনা যায়
অধূমপায়ীদের স্বপ্ন-পূরণের জয়জয়কার,
অন্তঃজ্বালায় পুড়ছে গণতন্ত্র,
রক্তের ঘামে শরীর উঠেছে ভিজে
লক্ষ তালি জোড়া লাগিয়ে স্বাধীনতার সাতজনমের ভাগ্য
আজ নির্বাক হাসি নিয়ে সজ্জিত নপুংসকের খাটে—
ইতিহাস বলে –
বিপদ পড়বে হুড়মুড়িয়ে,
উচিত কথা বলা বারণ কুলুপ আঁটো মুখে
উল্টে সকল দাবার ঘুঁটি বন্যরকম সুখে,
তাইতো কাঙ্খিত স্বাধীনতার স্মরণকালে, কথিত গৌরবের মর্মে কলার উঁচিয়ে
দুর্নীতির কৃতিত্বে একচামচ ভাগ বসিয়ে
নির্লিপ্ত ভাবে বলি —
দুঃখ করো না, বাঁচো
নতুন করে সাজো
এসো, মুখোশ খুলে
মুখটি তুলে আবারও
একটু না হয় হাসো—-