ঘরের মধ্যে একখানি ঘর তার যে হাজার দ্বার
ছন্দে ছন্দে ভেসে আসে ধারা ভাসে বাতায়ন ধার।
হাওয়ায় হাওয়ায় বার্তাবাহক ক্রমাগত নামে ওঠে
দেওয়ালে দেওয়ালে কম্পন ওঠে দর্পনে ছবি ফোটে!
ছাদ ছুঁয়ে থাকে স্ফটিকের ঝাড় আলোর ইন্দ্রজটা
শ্বেতপাথরের স্তম্ভ-সোপানে কাহিনীর ঘনঘটা!
দ্বারে দ্বারে ওঠে ফিশফিশানি ইতিহাস কাঁদে হাসে
স্মৃতির অতলে উজির-নবাব-বেগমেরা যায় আসে!
কামনা-বাসনা-মৃগনাভি-সুরা-নুপুরের আর্তনাদ
কারাগারে আজও প্রেতাত্মারা যন্ত্রনায় উন্মাদ!
দিকে দিকে ডাকে কুহকিনীরা নিশীথ অন্ধকারে
কালের অতলে কত প্রাচুর্য ডুবে গেল ছারখারে!
পাষাণ প্রাসাদে ইতিবৃত্তের ভ্রূকুটি দেরাজ পিছে
বর্ণিলতার প্রতিবিম্বেরা আজও ডাকে মিছে মিছে!
অতীত মায়ার ঘূর্ণিস্রোতে হাজারদুয়ারী ভাসে
কাঠগোলাপের বাগান জুড়ে শত গোলাপেরা হাসে।