গরীবদেরকে দান করিলে
তুলোছো কেনো ছবি
ভন্ড নেতার ভণ্ডামি টার
লোক দেখানো হবি।
ধর্মে আছে গোপন করে
দান যে করে যাওয়া
তোমরা দেখি গরীব নিয়ে
খেলছো হাওয়া হাওয়া।
যাকাত,ফেতরা দেবার সময়
লাথি মারো জোরে
দান করেছো লক্ষ-কোটি
ফলাও করো সুরে।
গরীবের হক মেরে মেরে
সাজো দানবীর
সুযোগ মতো ওদের আবার
নাও যে কেটে শির।