ভিড় বাড়ে , ভিড় কমে , ভিড় নির্জনে ।
কেবলই হাওয়া মোরগের মুখ বদলে যায় ।
পৃথিবীটা দৃষ্টির পরিধি ঘেরা সাম্রাজ্য নয়
পরাজিত রাজার নাতনি ভানুমতি জানতো না ।
ক্ষমতার মোমছাই হাতে ঘুমন্ত হেঁটে চলে
বিনিদ্র লেডি ম্যাকবেথ ।
কীভাবে হত্যার উস্কানিদাত্রী নিজেই
উশকাঠির লাশ হয়ে ঘোরে ,
চাণক্য -ভুক অগ্নিও কি বুঝেছিলো আগে !
শশী ডাক্তারের সূর্যাস্ত দেখার শখ
আস্ত সঙ্গে নিয়ে যাবে কুসুমের চোখ ,
নিভন্ত রোদও ভাবেনি ।
অতঃপর
চরিত্রের সমাগমে ভরে যাবে কলমের কূল
কখনও কোনও কবিতার সংজ্ঞা ভেবেছে !
শুধুই পাল্টে যায় সময়ের কাল রুদ্র পাটা ।