পাহাড় থেকে গড়িয়ে গিয়েছে সাপ
ঠিক যতটা আমার মনখারাপ
তারপর আরো এগিয়ে যেতেই
পাহাড়ি ফুলের গন্ধে
মনের নষ্ট খিদে জেগে ওঠে
মৃত পাখির চোখে তখনও
মেঘের নৌকা আাঁকা
ভেসে যায় স্বপ্ন সমেত
যত দূর উড়লে
একটা জীবিত ঝর্ণা পাওয়া যাবে তত দূর অবধি
আজ লেখাগুলোই
পাখনা জমেছে হাজার
কেমন যেন
মাটিতে পা পরছেনা কিছুতেই
এতো অহংকার ভালো না
চার দেওয়াল ছাড়ার জন্য মন চঞ্চল হলে
এমনই হয়
পৃথিবীকে জড়িয়ে ধরতে ইচ্ছে করলে
এমনই হয়