পথিক তুমি পথ হারিয়েছ!
তরী বেয়ে এই অচেনা উজানে,
খিলখিলিয়ে হাসি শুনে পথিক চমকে ওঠে বলে তুমি!
বাসবদত্তার তখন শরীরে দাবানল জ্বলছে,
যুগান্তর ধরে উভয়ের যেন অপেক্ষা চলছে,
তখন কালবৈশাখী ঝড়ের তাণ্ডব
আকাশ বাতাস জলে অদ্ভুত সাংকেতিক আভাস,
এমতাবস্থায় দুজনায় বৃষ্টিতে কাকভেজা হয়ে আছে,
দুজনের মধ্যে চলতে থাকে ইতিহাস আলোড়ন,
প্রেমিক দাঁড় বেয়ে চলেছে মেয়েটির শীতল উজানে ,
ক্রমশ কাছাকাছি হতেই ললাট স্নেহ চুম্বনে ভরে ওঠে,
কি ভয়ংকর ঝড়ের দাপট
হায় রে !
লজ্জাবতী সিসমোন্যাস্টিক চলনে এগিয়ে মাখামাখি,
হঠাৎ বাসবদত্তা পিছিয়ে গিয়ে বলে
ঝড় থেমেছে ,
পথিক এবার আমি চিরতরে বিদায় নিলাম,
বিদ্যুতের ঝলকানি হঠাৎ অদৃশ্য!
আবার হয়ত কোনো জন্মে কোনো উজানে দেখা হবে–”চলার নামই জীবন”,
মাঝি দাঁড় বাইতে বাইতে এগিয়ে চলে ,হয়ত কোন স্রোতস্বিনীর অপেক্ষায়!
ওই শোনা যায় নদীর জলের কলতান
আসছি বন্ধু অপেক্ষা করো।
দামামা বেজে উঠে চতুর্দিকে।
হঠাৎ ঘোষণা কাল্পনিক নাটকের পরিসমাপ্তি হলো।
সিনেমার পরিচালক বললেন প্যাক আপ
আজ এই পর্যন্তই থাক।।