নিহিত সমুদ্রস্নানে খোকা কুড়িয়ে নিল
অজস্র ঝিনুক মুক্তো আরো কত কি!
বিষন্নবেলায় সঞ্চয়ের ঝাঁপিতে ওগুলো দেবে কত অমূল্য সুখ
এবং সুখের শৌখিন ছায়ায়
সময়ের ফুলদানিতে সুবাসের অসম্ভব আবেশে
মন ভুলেই যাবে বিবাদের পদধ্বনি।
ঢেউয়ের বুকে ভেসে যাওয়ার মধুর নেশায়
লাগাম ধরবে না টেনে দুর্বৃত্তের দুটি হাত,
আরো আরো ডুব দিয়ে হীরে-জহরতের
মনোরম আভিজাত্য আগাম লুটে নেবে বাঁচার সম্পদ
প্রত্যাশী মন আগামী দিনের জন্য।
নিহিত সমুদ্রস্নানে খোকা উড়িয়ে দিল
দুঃখজয়ের বিজয়কেতন অভাবিত উচ্ছ্বাসে।