কেউই কারোর থেকে খুব দূরে নই
তবুও পেরোতে পায়ে শ্মশানের খই ।
সরিয়ে শরীর স্রোতে শুধু নিয়ে মন
সাঁতার কেটেছি সুরে পেতে মৌবন ।
মনের দৃষ্টি বেগ আলোর সমান
শরীরী চোখের বাঁধ পাহাড় প্রমাণ ।
বয়সী আঙুলে আঁকি বিনুনির ফুল
ভুলে যাই মানসীর বেড়েছে মুকুল ।
দেখার ইচ্ছে ঘোরে ঘোর সংশয়ে
সেই মুখ যা দেখেছি , আছে সঞ্চয়ে !
অদেখায় থিতু থাক স্মৃতি দর্পণ
আয়ুর বয়স বাড়ে , প্রেমে যৌবন ।