আনমনা মন হয় উচাটন
অতীত পানে চলে,
যেথায় রাখা দিনগুলি মোর
স্মৃতি কথা বলে।
মামার বাড়ির সেই উঠোনে
আম গাছের তলে,
বাতাস পেলেই ধুপ ধুপা ধুপ
পড়তো যে আম ঢলে।
দিদা আমায় বাসতো ভালো
গড়তো নানা পিঠে,
ক্ষীর কদম্ব চন্দ্রপুলি
লাগতো দারুণ মিঠে।
খেজুর গুড়ের পায়েস আর
আলু ,মুগের পুলি,
খেতাম সবে আহ্লাদেতে
হাসতুম পরাণ খুলি।
সন্ধ্যারাতে উঠোন জুড়ে
বসতো গানের আসর,
দাদুর সাথে সুর মেলাতে
আমার ছিল আদর।
মায়েরা ছিলো সাতটি বোন
একটি মাত্র দাদা,
মা- মাসিদের গানের সাথে
মামার তবলা সাধা।
অরূপ সুখের সোহাগ মাখা
দিনগুলি মোর কোথা!
মনে পড়লে চোখটা ভিজে
বুকে চিনচিন ব্যথা!