স্বরলিপি আছে লেখা হৃদয়ের মাঝে,
অবসরে চেয়ে দেখা দিবসে বা সাঁঝে।
ছবিগুলো মেলে ধরে বিষাদ ছায়ায়,
দুটো চোখে জল ভরে নিবিড় মায়ায়।
স্মৃতির ভাঁজটা খুলে অপলকে দেখি,
সেজে আছো ফুলে ফুলে বিষন্নতা সেকি!
কখনো খুশির আলো মুখেতে হরষে,
কভু বুঝি মেঘ কালো অসুখ পরশে।
স্বরলিপি হৃদে গাঁথা যতনে মননে,
জীবনটা খোলা পাতা বিরহ দহনে।
ভালোবেসে রাখি বেঁধে সযতনে তারে,
দিন রাত কাটে কেঁদে চাই যে তাহারে।