তোমার দৃষ্টির মোমে গলে যায় দূরত্বের মেদ ,
আমার অভিমানের শীর্ণ নদী
আবারও বিরহের বন্যার অপেক্ষায় থাকে ।
কিছুতেই আমাদের বিচ্ছেদ বৃত্ত সম্পুর্ণ হয় না ।
অসংখ্য টানাপোড়েনের ফাঁকেও
সুপ্ত মায়ার দৈর্ঘ্য টানটান থাকে ।
সময়ের টুকরো ঠোক্করে
সাময়িক চকমকি পাথর হতে পারো ,
স্মৃতির স্ফুলিঙ্গে জ্বলে সন্ধির অন্তর -শোলা
মন-বাস লুকোবে কোথায় !
কীভাবে ছাড়াবে ছায়া ? রোদ না ছাড়ালে !
কীভাবে হারাবো আমি ? তুমি না হারালে !