অনুভব অনুভূতি সব যেন ফুলদানিতে থাকা শুকনো ফুল !
বর্তমান যেন অতীত ভুলে ভবিষ্যতের দিকে ছুটে চলেছে ,
আগের মতো কোনো বিষয়ে মনে কোনো উদ্দীপনা নেই,
জীবন ক্রমশঃ যেন অস্থায়ী হয়ে পড়েছে !
শত চেষ্টা করেও জীবনে কিছুই ধরে রাখা যায়না–
সময়ের সাথে দেখি বদল হয়েছে সমস্ত চিন্তা-ভাবনা,
স্মৃতির গহনা পাহাড় হয়ে মনে ভাড়াটিয়া হিসেবে দখল নিয়েছে ,
বৃষ্টিস্নাত মন অ্যাসিড রেন বলে আঁতকে থাকে
মুঠোফোনে মানুষের ব্যস্ত জীবনের হিসেব চলে ,
ডাক পিন ডাকঘর সব যেন আবছা স্মৃতি–
ভালোবাসা সব হারিয়ে গিয়ে মুঠোফোনে গিয়ে বাসা বেঁধেছে যেন!
সকল চাহিদা দেখি হাঁসফাঁস করে মরে
তাইতো চারিদিকে শুধু বিচ্ছেদের সুর শোনা যায়
বিজ্ঞান ব্যঙ্গ করে বলছে তোরা অজ্ঞান ছিলি সেটা বেশ ছিল!
লক্ষ্য করে দেখো মানুষ আছিস আগের মতো ঠিকই
কিন্তু বাস্তব চিত্রে মান নিয়ে ছোটাছুটি চলছে
আর ….
হুঁশ সব নিশাদলের মতো উবে গেছে !