তুমি আমায় স্বপ্ন দেখাবে বলে কথা দিয়েছিলে
সেই বিশ্বাসে আমার এ’জীবন খুঁজে নেয়
তোমার দু’চোখের নিবিড় আশ্রয়
সৃষ্টির উৎস জেনে নিতে চেয়েছিলাম বলে
তুমি নিয়ে গেলে সেই বর্ণমালার দেশে
অনন্ত আকাশ তলে
যেখানে কিছু আগুনের ভাষা মুখে গুঁজে দিয়ে
নিজেরই মুখ পোড়ালে
তুমি আমায় স্বপ্নদেখা শেখাবে বলে কথা দিয়েছিলে
সেই আশ্বাসে আমার এ’জীবন খুঁজে নেয়
তোমার দু’চোখের নিবিড় আশ্রয়
আলোর শব্দ চিনে নিতে চেয়েছিলাম বলে
তুমি নিয়ে গেলে সেই বর্ণমালার দেশে
অনন্ত আকাশ তলে
যেখানে কিছু প্রলয়ের ভাষা মুখে ঢেলে দিয়ে
নিজেকে নিজেই ডোবালে
এখনও এসব কিছু সাদা পাতার গায়ে
মেঘ হয়ে জমে আছে শব্দ ও অক্ষরে ।