রবীন্দ্রনাথ আমার একবুক নিঃশ্বাস,
রবীন্দ্রনাথ আমার সুগভীর বিশ্বাস,
রবীন্দ্রনাথ আমার প্রেমের বাহুপাশ,
আমি রবীন্দ্রনাথেই বাঁচি প্রতিদিন বারোমাস।
নাই বা হলাম মৃণালিনী,কাদম্বরী—
নাই বা হলাম নিছক সংসারী!
হতে চাই শুধু তোমার সহচরী,
প্রতি ক্ষণে তাই তোমায় হৃদে স্মরি।।