অমৃতের পুত্র কবি সুকুমার
আজ তোমার জন্মদিনে
শ্রদ্ধাপুষ্পে অঞ্জলি আমার
স্মরণে মননে
বীণাপাণির আশিসধারায়
স্নাত পরিবারে
জ্ঞানে গরিমায় যশের বিভায়
মহীয়ান করলে তারে
শিশুতোষ খ্যাত শিশু সাহিত্যিক
উপেন্দ্রকিশোরের যোগ্য সন্তান তুমি
প্রতিভার আলোকে ধন্য করলে
এই ভারতের ভূমি
মনে পড়ে,শিশুবেলায় মগ্নখেলায়
ধানের মাঠে আলপথে
আমরা সবাই হুল্লোড়ে দল
মুখে সবার উৎফুল্লতায়
তোমার লেখা -” আবোলতাবোল”
” রামগরুড়ের ছানা,হাসতে তাদের মানা”
বলতে গিয়ে হতাম যে আহ্লাদে আটখানা
কলকলিয়ে ফরফরিয়ে হেসে খলখল্
সমস্বরে ” হ য ব র ল ” চলতো অবিরল
বিশ্বসাহিত্য তোমার অবদানে হয়েছে সমৃদ্ধ
তোমায় পেয়ে ভারতবাসীরা হয়েছে যে ঋদ্ধ
কালসায়রের মরণদোলা ছিনিয়ে নিলো তোমায়
তোমার স্মৃতি চিরভাস্বর ছড়াছন্দের ভেলায়।