স্বাধীনতা এসেছে দুর্যোগের রাত
পেরিয়ে নব প্রভাতে,
এনেছে দেশের সন্তান রক্তঝরিয়ে
তাই আজ মোরা স্বাধীন।
স্বাধীন মোরা বাইরের এক
আবরণ থেকে,
অনেক অসহ্য যন্ত্রনা, অত্যাচার
সয়ে মুক্ত আজ।
বাইরের দাসত্ব ঘুচিয়ে মোরা আজ স্বাধীন।
কিন্তু ভিতরে কি মোরা স্বাধীন?
নিজেকেই নিজে প্রশ্ন করে থমকে যাই !
বৃটিশদের অত্যাচারের কথা, অরাজকতার
কথা শুনেছি,
কিন্তু আজ যা দেখছি তা কি
ওই খোলস থেকে বেরিয়ে আসতে
পেরেছে, নাকি নতুন কোন শেওলার
চাপে অদৃশ্য হয়েছে।
মোরা কত পরাধীন ভিতরে ভিতরে
তা আমাকে আপনি, আপনাকে আমি
দেখলেই টের পাব।
স্বাধীনতা পেয়েও মোরা
আজ ভিতরে ভিতরে
ধুঁকে মরছি।
তাই ভিতরের স্বাধীনতা কি জাগবে না?
ভিতরের স্বাধীনতা কি আসবেনা?
যদি আসে, তা কবে?