স্বাধীনতা তুমি শহিদ বীরের রক্তস্নাত প্রাণ,
ভারতবর্ষের বিপ্লবী সবের প্রাণের প্রতিদান।
স্বাধীনতা তুমি তরুণ তুর্কির দুর্দম সংগ্ৰামের ফল,
অভাগী মায়ের শূন্য কোলের বুকফাটা অশ্রু জল।
স্বাধীনতা তুমি অজেয় প্রাণ লক্ষ বীরের রণ,
কোটি কোটি মানুষের ভালোবাসা বিপ্লবীদের জীবন পণ।
স্বাধীনতা তুমি তাড়িয়ে ছেড়েছো বৃটিশ সর্বনাশা,
উদ্দাম মহাপ্রলয়ের বৈজয়ন্তী জনগণের দৃঢ় আশা।
স্বাধীনতা তুমি অত্যাচারীর পতনের পর স্বস্তি,
রৌদ্র বৃষ্টি ঝড় ঝঞ্ঝায় না থামা বজ্র অস্তি।
স্বাধীনতা তুমি দেশ ও জাতির তেজময় দৃপ্ত সূর্য,
জাতির মনের নব চেতনার শক্তিশালী তূর্য।
আটাত্তরতম বছর এবার হয়েছে স্বাধীন দেশ,
তবুও নারীরা পরাধীন আজ নিরাপত্তার নেই লেশ।
ধর্ষিত হয় আজও নারীরা শ্বাপদের লোলুপ ছলে,
ঘরে বাইরে এমনকি কর্মস্থলে ধর্ষণ নির্যাতন চলে।
এমন স্বাধীনতা চেয়েছিল কী স্বাধীনতাপ্রেমী শহিদরা,
প্রাণ বলিদানে প্রাপ্ত স্বাধীনতা আজ কুক্ষিগত করেছে কৈতবরা।
দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের অঙ্গীকারে,
শহিদরা সব বুলেট সামনে লড়ে বৃটিশদের মারে।
শত কষ্ট অত্যাচার নিপীড়ন সহ্য করে তাঁরা বীরের বেশে,
স্বাধীনতা এনেছে বৃটিশদের তাড়িয়ে শেষে।
দুর্বার দুর্দম মনে লড়ে দিয়েছে প্রাণ বলিদান,
মহান চির অমর তাঁরা আজও অম্লান তাঁদের অবদান।