দেশকে স্বাধীন করতে যাহারা
প্রাণ দিলো হাসি মুখে,
প্রণতি জানাই নতমস্তকে
স্বাধীন- সূর্য সুখে।
অদম্য বলে বাংলার ছেলে
ঝাঁপিয়ে ভীষণ রণে,
পাক হানাদারে বিতাড়িত করে
রক্ত রাঙ্গা পণে।
অযুত মুখেতে বন্দনা গাহে
ত্যাগের মহিমা স্মরে,
জীবনের দানে স্বাধীনতা আনে
স্মরণে অশ্রু ঝরে।
বীর প্রসবিনী বঙ্গ জননী
অশ্রু সায়রে ভাসে,
কভু মাতা কাঁদে বেদনা প্রকাশে
কভু বা সুখে তে হাসে।
শহিদ কীর্তি অক্ষয় গীতি
অনুসরি যদি সবে,
দেশের বিপদে রুখে যে দাঁড়াতে
শপথ নিতেই হবে।