মায়ের কাছে মেয়ের কৌতুহলী প্রশ্ন!
আচ্ছা মা,
এই যে চারিদিকে এতো সাজো সাজ রব! গান বাজছে, ফাংশন হচ্ছে!স্বাধীনতার শুভ ক্ষন কে উজ্জীবিত করার হরেক আয়োজন ,এই দিনের পর থেকে দেশবাসী কি সত্যি কারের স্বাধীনতার স্বাদ পেয়েছিল মা?
বিস্ময় চোখে ছোট্ট মেয়ের আবারও প্রশ্ন তার মায়ের কাছে,আচ্ছা মা স্বাধীনতা মানে কী? মেয়েরা কেন বোঝা হয় তাদের বাবা মায়ের কাছে? তুমিও কি মা বোঝা হয়েছিলে তোমার বাবা মায়ের কাছে? বলো না মা, স্বাধীনতার মানে কি তবে?
চোখের পাতায় জল আড়ালে রেখে মা বলে, স্বাধীনতা মানে, নিজের মতো করে একটু বাঁচা, স্বাধীন ভাবে নিজের মতামত প্রকাশ করা,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, স্বাধীনতা মানে আকাশের বুকে বনের পাখি, ফুলের হাসি! স্বাধীনতা মানে নীল আসমানে মেঘেদের আপন ছন্দে ঘুরে বেড়ানো।
মা বলতে পারে না আর.. কান্নামিশ্রিত গলা রুদ্ধ হয়ে আসে। মেয়ে মায়ের চোখ মুছিয়ে বলে…. আমাদের এই স্বাধীন দেশে,এই বাড়ির চৌহদ্দি তে তুমি কি মা আদৌ· স্বাধীন হয়েছো? মা তুমি কবে স্বাধীন হবে?
দরজায় বেল, মা দরজা খুলে দেখে নিউজ পেপার পড়ে আছে, সেটি হাতে তুলে নিতেই …তাতে জ্বল জ্বল করছে একটি লেখা …”সমান অধিকার কন্যা সন্তানদের, প্রতিটি বাবা মায়ের কাছে”।