খুব বেশিদূর নয়, বাড়ি থেকে দুই সেকেন্ডের দূরত্বে লাহোর, তিন সেকেন্ডে বাংলাদেশ, চারে স্বাধীনতা
বাড়ি আর চার সেকেন্ডের দূরত্বে থাকে স্বাধীনচেতা। সেই পথেই কোথাও একটা সাজানো থাকে পেটো, পরমাণু, খিদে
স্বাধীনতা মানে সীমাহীনতা নয়। খোলা আকাশ মানেই অভিকর্ষহীন নয়।
তিরঙ্গা জড়িয়ে শুয়ে থাকাকালীন আমি দেখেছি,
আমরা সবাই স্বাধীন। অথচ
স্বাধীনতা আর স্বাধীনচেতার মধ্যে তফাৎ কেবল
পরাধীনতার।