স্বল্প বেতন, অল্প রোজগার ,
দিন খেটে দিন কাবার ।
সুযোগ মেলে না ব্যাঙ্কে যাবার ।
ইচ্ছে হয় দু- চার পয়সা জমাবার ।
কিন্তু নিত্য হাট – বাজার , তারপর আর ।
কিছুই থাকে না পকেটে ।
যা কিছু আছে, আছে এই পেটে ।
সাধ্য নাই, তাই সাধ নাহি মেটে ।
ভবিষ্যৎ নিয়ে অত ভাববার সময় কোথায় ।
কী সুন্দর দিন কেটে যায় ,
ঘর্মাক্ত শরীরে খাটতে খাটতেই ,
পাল আছে পানি নেই ,
খাচ্ছি তবু হাবুডুবু, পাচ্ছি না যে খেই ।
গরীব লোকের ভাগ্যটা, ভাগ্য নয় ।
তাই, বিলাসিতা লাগে, বড়োলোকী সঞ্চয় ।