ঢেউ এসে আছড়ে পড়ে সৈকত জুড়ে
অপলক চোখের সে এক অপূর্ব দৃশ্য
আর এই দৃশ্যময়তা থেকে ওঠে আসা
এক মনো- নিবেশ মুহূর্ত থেকে জীবনের
নানান রঙের অবিরাম আলোক দ্যুতি
এসে পড়ে সেই ঢেউ জলে…
এই সব চিত্রকল্প নিয়ে জীবনের স্বপ্ন সাজাই
নোনা জলের বালি কুড়িয়ে নির্মাণ করি
বর্ণমালার সমস্ত অক্ষর
এভাবে সমুদ্র অভিসারে এলে উচ্ছ্বাসে উঠোন ভাসায়
মনে মনে ওত পেতে থাকি
যদি সে কানে কানে জীবনের গল্প বলে যায়
অনেকদিন ভালোলাগা কেন স্বপ্ন দেখিনি
যে সময় সাদাকে কালোর মতো সাদা
আর কালোকে সাদার মতো কালো ভাবতাম
সে সময় এই সমুদ্রের সংকেত ভাষা
কিছুই বুঝতে পারিনি
আজ পারি, তা পারি বলেই আজ
মেপে নিতে পারি জলের মুদ্রা ও মুহূর্ত
অনেকদিন সমুদ্রের অভিসার দেখিনি
অনেকদিন ভালোলাগা কোন স্বপ্ন দেখিনি
এখন বুঝতে পারি আশ্চর্য্য এই জীবন জুড়ে
তবুও স্বপ্ন দেখার স্বপ্ন নিয়েই আছি বেঁচে ।