যে ভাষা গুলো আমার কাছে মজুদ ছিল
তা আজ আর মজুদ নেই;
যে কথাগুলো আমার কাছে মজবুত হাতিয়ার ছিল
তা আজ আর মজবুত নেই,
যে দরদগুলো আমার কাছে দরদের ছিল
তা আজ আর দরদের নেই;
যে স্নেহের আলোড়নে মুখরিত হতো শৈশব সমাজ
তা আজ আর খুঁজছে না কেহ,
যে সামাজিকতায় সমাজ গড়া হতো কত
সেই সামাজিকতার ছবি আজ পুরোপুরি বিলুপ্ত;
যে গানের সুরে কেবল সংগ্রামী বার্তা ও জাতীয়তাবাদের কথা থাকতো
সেই গানও আজ শুধু বারুদ আর কার্তুজে পরিণত,
যে স্লোগান ছিল ছাত্রদলের আদর্শের নীতিমালা
সেই স্লোগানও ভেঙে হয়েছে এখন স্বপ্ন ভাঙার পাঠশালা।