এ কোন পরবাস , নীরব কথা বলে ?
এ কোন সহবাস , দূরেও পাশাপাশি ?
এ কোন ভালবাসা , বহ্নি বহমান
ভরাট ভাসানেও শূন্য ভালবাসি !
চক্ষু পোড়- খাওয়া স্বপ্নে দূরবীন
শুকনো সংকটে টাপুর তালশাঁস ,
গোধূলি দাঁড়ালেই পিছনে প্রচ্ছায়া
যোজন জীবনের কেন্দ্রে মধুমাস ।
এ কোন পরবাস , নীরব কথা বলে ?
এ কোন সহবাস , দূরেও পাশাপাশি ?
এ কোন ভালবাসা , বহ্নি বহমান
ভরাট ভাসানেও শূন্য ভালবাসি !
চক্ষু পোড়- খাওয়া স্বপ্নে দূরবীন
শুকনো সংকটে টাপুর তালশাঁস ,
গোধূলি দাঁড়ালেই পিছনে প্রচ্ছায়া
যোজন জীবনের কেন্দ্রে মধুমাস ।